প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১:৩৬ PM

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যের চেসাপিক শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
দেশটির পুলিশ জানিয়েছে, রাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এর একটি স্টোরে এক বন্দুকধারী এই হামলা চালায়।
টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, ‘শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। অভিযুক্ত বন্দুকধারী মারা গেছে।’
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ১০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশ সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় ১০ টা ১২ মিনিট নাগাদ এই হামলা হয়েছে।
পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে মঙ্গলবার রাতেই দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার নাম কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
কোসিনস্কি আরও বলেন, বন্দুকধারী ওই স্টোরের কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা তদন্তকারীরা জানেন না। এ ছাড়া এই ঘটনায় পুলিশ অফিসাররা কোনো গুলি চালাননি বলেও জানিয়েছেন তিনি।
এই নিয়ে ওয়ালমার্ট জানিয়েছে, তারা এই ঘটনায় স্তব্ধ এবং আইনপ্রণেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
আজকালের খবর/এসএইচ