প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭:৩৫ পিএম
এবারের জন্মদিনটা হবে ব্যতিক্রমী। কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরীর প্রথম জন্মদিন। তাছাড়া কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্র- রাজ্য। সঙ্গে থাকবেন এ সময়ের আলোচিত অভিনেতা স্বামী শরিফুল রাজ। নিজের ও শ্বশুর বাড়ির পরিবার-পরিজন। বিয়ের পর এবারই প্রথম স্বামী আর সন্তানের সঙ্গে জন্মদিন পালন করতে পারায় বেশ উচ্ছ্বসিত পরীমণি।
তবে এবার ঠিক কী দিয়ে তিনি তার জন্মদিনে চমক দিচ্ছেন তা আগে থেকেই কেউ বুঝে উঠতে পারছে না।
এরই মাঝে পরী জানিয়েছেন, ধুমধাম করে তার শেষ জন্মদিন পালন নাকি এবারই শেষ। জমকালো জন্মদিন আর পালন করবেন না পরীমণি।
পরীমণি বলেন, ‘আগামীবার আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’
আজ সোমবার সন্ধ্যায় তার জন্মদিন উদযাপিত হবে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে। এরই মধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌঁছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে সন্ধ্যার পর থেকে বসবে আকুয়া-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন।
বিগত বছরের ধারাবাহিকতায় আজও পরীর সকালটা শুরু অন্যরকমভাবে। এ প্রসঙ্গে পরীমণি বলেন, জন্মদিন সবার জীবনে বিশেষ একটি দিন। এই দিনটি সবসময় চেষ্টা করি একটু আলাদাভাবে পালন করতে। বিশেষ দিনটি কাছের মানুষদের সঙ্গে নিয়ে উদযাপন করছি। জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় কাছের মানুষদের নিয়ে কেক কেটে। এবারের জন্মদিনটি সবচেয়ে স্পেশাল। সবচেয়ে আলাদা। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবারের জন্মদিন। জন্মদিনে একটাই চাওয়া—সবাই আমার জন্য দোয়া করবেন।
পরী আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের তিন সদস্যই এবার একই রঙের পোশাক পরবেন। জন্মদিনের স্থান সুন্দরভাবে ডেকোরেশন করার পাশাপাশি থাকছে নাচ-গানের ব্যবস্থাও। খুব কাছের মানুষরাই শামিল হবেন ৩০-এ পা রাখা পরীর জন্মদিনে।
আজকালের খবর/ওআর