রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন মোল্লা
মাজহারুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৮:৪৪ পিএম
মোতাহার হোসেন মোল্লা

মোতাহার হোসেন মোল্লা

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩০ ভোট পেয়ে মো. মোতাহার হোসেন মোল্লা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোকছেদ আলম আনারস প্রতীক নিয়ে ২৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া আরেক প্রার্থী সামসুদ্দিন খন্দকার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট। 

আজ সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বেসকারিভাবে ফলাফল ঘোষণায় জেলা প্রশাসক জানান, চেয়ারম্যান পদে মোতাহার হোসেন মোল্লা ৩৩০ ভোট পেয়েছেন, যার মধ্যে কাপাসিয়ায় ১০৬, কালিয়াকৈরে ৮৭, শ্রীপুরে ৫০, গাজীপুর সদরে ৫০, কালিগঞ্জ ৩৭ ভোট পেয়েছেন। এস এম মোকছেদ আলম ২৯৪ ভোট পেয়েছেন, এর মধ্যে কাপাসিয়ায় ৩৮, কালিয়াকৈর ৪২, শ্রীপুর ৬৯, সদরে ৭৬, কালিয়াকৈরে ৬৯ ভোট পেয়েছেন। নির্বাচনে ৬৩৬ ভোটারের মধ্যে ৬২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জেলার পাঁচ উপজেলায় বিধি মোতাবেক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতে সর্বোচ্চ নিরাপত্তায় সকাল ৯টা থেকে নারী-পুরুষ ভোটাররা দুপুর ২টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেন। জেলার ৫টি ভোট কেন্দ্রে ১২টি বুথে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। 

নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। ভোটাররা ইভিএমএ আনন্দের সাথে তাদের ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রে সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোট গ্রহণ শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ইভিএমএ ভোট প্রদান করতে গিয়ে কোন সমস্যায় পরেনি ভোটাররা।

ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা বলেন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সকল ভোটারদের, যারা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এই নির্বাচনটি সারা দেশে উদাহরণ হয়ে থাকবে। কৃষকরত্ন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি গ্রামকে শহরে পরিণত করছেন। আমি গাজীপুরের সার্বিক উন্নয়নে মহান নেত্রীর পাশে থেকে কাজ করে যাব।

এ নির্বাচনের ভোটার  কাপাসিয়া দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান  আলহাজ এমএ উহাব খান খোকা বলেন, ইভিএম এ আমি প্রথম ভোট দিয়েছি। সময় কম লাগছে। কোনো সমস্যা হয় নাই।  পরিবেশ অত্যান্ত সুন্দর ও সুশৃঙ্খল ছিল। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোতাহার হোসেন মোল্লা চেয়ারম্যান পদে জয়লাভ করায় আমার অত্যান্ত আনন্দিত। 

তরগাঁও ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাজমুন নাহার বলেন, ইভিএম এ প্রথম ভোট দিয়েছি। পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল।  

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে।   
  
আজকালরে খবর/একে








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft