প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৬:৪৪ PM
ব্যক্তিজীবনের সব তর্ক-বিতর্ক ছাপিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও শবনম বুবলী। শনিবার (২ অক্টোবর) সকাল থেকে তারা তপু খানের পরিচালনায় 'লিডার আমিই বাংলাদেশ' ছবির রোমান্টিক গানের দৃশ্যধারণে অংশ নেন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনভর চলে 'সুরমা সুরমা' শিরোনামের গানটির শুটিং। কিন্তু দিনভর গানের শুটিং করলেও শাকিব-বুবলী দুজনে কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। দৃশ্যধারণ শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তারা ক্যামেরার সামনে এসে দাঁড়ান। তাই তো ভিন্ন ধরনের পরিকল্পনায় রোমান্টিক ধাঁচের এই গানের শুটিং করতে হয়েছে। নায়ক–নায়িকা দুজনের সিদ্ধান্তের কারণেই এমন বদল আনতে হয়েছে বলে জানান শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এতে করেও শুটিংয়ে কোনো প্রকার অসুবিধা হয়নি বলেই জানালেন ছবিটির পরিচালক তপু খান। তিনি বলেন, ‘শুটিংয়ে দুজন ভীষণ আন্তরিক ছিলেন। সময়ের আগে তারা শুটিং সেটে এসে পৌঁছান। আমরাও সুন্দরভাবে শুটিং করেছি। রাত সাড়ে নয়টার দিকে শাকিব ভাই তার অংশের শুটিং শেষ করেছেন। আর রাত ১১টায় শেষ হয় বুবলীর শুটিং।
প্রসঙ্গত, এই ছবিটি প্রায় ৯ মাস আটকে ছিল দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় গানটির শুটিং সম্ভব হচ্ছিল না।
এদিকে বিব্রতকর 'বীর ঘটনা' প্রকাশের পর থেকেই গত শুক্রবার সারা দিন গায়েব ছিলেন শাকিব-বুবলী। বাতিল করেছিলেন ওই দিনের সব শিডিউল।
আজকালের খবর/ওআর