রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৮ AM
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় কম্পনটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পনের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল)।

ভূমিকম্পের ঘটনা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর মানজানিলোতে একটি ডিপার্টমেন্ট স্টোরের ছাদ ধসে একজন নিহত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের বেশ কয়েকটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হাসপাতালের কাঁচ পড়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এক ভিডিও বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে বন্দর এলাকায় ভূমিকম্পে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর বাইরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মেক্সিকো সিটি মেয়র জানান, ভূমিকম্পের পরে রাজধানীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। মেক্সিকোতে ১৯৮৫ ও ২০১৭ সালের একই দিনে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল বলেও জানান তিনি।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে।

ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো অবশ্য বলছে, তিনটি বড় ভূমিকম্পের তারিখ মিলে যাওয়ার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটি পুরোপুরি কাকতালীয়।

আজকালের খবর/এসএইচ