প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৮ PM আপডেট: ১৮.০৯.২০২২ ১২:২১ PM

একটি নিম্নচাপ সরতে না সরতেই ফের ঢাকার আকাশ মেঘলা। এবার কী রকম থাকবে রাজধানীর আবহাওয়া?
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
তিনি বলেন, সারা দেশে বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সম্ভাবনা কম। আকাশ দ্রুত স্বচ্ছ হয়ে উঠছে। গত কয়েক দিন লঘুচাপের কারণে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি, দমকা হাওয়া দেশের সব বিভাগ থেকে সরে যাচ্ছে। দেশের আকাশ স্বচ্ছ ও ঝলমলে হতে শুরু করেছে।
ঢাকায় মেঘলা আকাশ থাকলেও সারা দেশের ৭ বিভাগে তেমনটি দেখা যাবে না। মৌসুমি বায়ু সংক্রিয় থাকায় সারা দেশে যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারি বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনা খুবই কম।
তবে রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীসহ দেশের ৮ বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে।
আজকালের খবর/এসএইচ