প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১০:৩০ AM
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে আল আমিন (৩৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এর আগে, ওই ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়াল।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
মৃত আল আমিনের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। স্ত্রী রাশিদা বেগম ও কন্যাসন্তান নিয়ে কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকতেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
এর আগে, ওই ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়। বাকি দুইজনের শারীরিক অবস্থাও ভালো না বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
মঙ্গলবার (৯ আগস্ট) চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
তিনি জানান, তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি দুইজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা ভালো না। এর আগে এ অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছিল। অগ্নিকাণ্ডে এই পর্যন্ত ছয়জনের মৃত্যু হলো।
আজকালের খবর/এসএইচ