মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩
তেলের দাম বৃদ্ধি: সাইকেল কেনার কথা ভাবছেন তারা
শিমুল আহমেদ
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৬:৫৭ PM
বাজারে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে সব কিছুর দামই যেন লাগামহীনভাবে বেড়েই চলেছে। বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় এরই মধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। তবে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সরকারের নতুন এই সিদ্ধান্তে এরই মধ্যে সব অঙ্গনেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও।

তবে এসব অস্থিতিশীল পরিবেশ আর সমালোচনায় না গিয়ে বিকল্প পথ খুঁজে বের করেছেন শিল্পীরা। চলাচলের জন্য তারা বেছে নিয়েছেন ‘হাঁটা’ বা ‘সাইকেল’কে।

বিষয়টি কথা বলেছেন সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বর্তমান সারা বিশ্বেই জ্বালানি তেলের সংকট। আর এর প্রভাব সব দেশেই কম-বেশি পড়েছে। তাই আমাদের এ নিয়ে অস্থির বা আন্দোলনে যাওয়ার কিছুই নেই। হাঁটার বিকল্প কিছু নেই। হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমি মনে করি, অযথা জ্বালানি তেল নষ্ট না করে সরকারকে সহযোগিতা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই আছি অল্প পথের, তারপরও গাড়ি নিয়ে চলাফেরা করি। এটা বাদ দিতে হবে। হয় হেঁটে না হয় অন্য কোনো যানবাহনে করে যেমন রিকশা বা সাইকেল দিয়ে চলাফেরা করা উচিত। আমি সাইকেলের কথা ভাবছি। আর আমি বেশ ভালো সাইকেল চালাতে পারি। উন্নত বিশ্বে কিন্তু অনেকেই সাইকেল নিয়ে চলাফেরা করে।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ারের প্রয়োজনে আমার সবসময় সাজগোজ করে চলাফেরা করতে হয়। আর অনেকটা ভারি জামাকাপড় পরতে হয়। তাই আমার জন্য সাইকেলে চলাফেরা করাটা কষ্টকর। তবে ভালো বিষয় আমি সাইকেল চালাতে পারি। তাই চিন্তা করেছি, এখন থেকে একেবারে প্রয়োজন না পরলে গাড়ি নিয়ে চলাফেরা করব না। রিকশা দিয়ে যাতায়াত করব। আর প্রয়োজনে সাইকেলও চালাব। যদিও ব্যয়ামের সময় সাইকেলিং করা হয়।’

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘বিষয়টি দারুণ হবে। আমি খুব ছোটবেলায় সাইকেল চালানো শিখেছি। এটা এখন কাজে আসবে। এতে করে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে।’

অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, ‘৬-৭ বছর বয়সেই সাইকেল চালানো শিখেছি। কিশোর বয়সেও সাইকেল চালানো হয়েছে। যদিও এখন আর সাইকেল চালাই না। তবে হাঁটা হয়। এখন তার সঙ্গে সাইকেল যুক্ত করার কথা ভাবছি। এতে করে নিজের পকেটের উন্নছু ও দেশের জন্যও ভালো হবে।’

সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, ‘আমি আসলে সাইকেল চালাতে খুব বেশি দক্ষ না। তবে এখন মনে হচ্ছে, সেটি একটু ঝালিয়ে নিতে হবে। বহির বিশ্বের মতো আমাদের চলাফেরার আরেকটি অন্যতম যানবাহন হতে পারে সাইকেল। কথা কথায় গাড়ি নিয়ে চলাফেরা না করে আমরা সাইকেলটা বেছে নিতে পারি। আমি মনে করি, এতে আমাদের জন্যই অনেক ভালো হবে।’

সবশেষ শোবিজের এমন আরও অনেক শিল্পীই তাদের কথার সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছেন। শুধু সাইকেলই নয়, তারা জোড় দিয়েছেন হাঁটার বিষয়টিও। এতে করে পরিবেশ, দেশ ও নিজেরই লাভ হবে- তাই মনে করছেন তারা।

উল্লেখ্য, নতুন ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
নোয়াখালীতে একক আয়োজনে একসঙ্গে ১০ জুটির বিয়ে
নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft