প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৬:৫৪ PM

পূজা চেরী অভিনীত যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান-এর ‘হৃদিতা’র ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘হৃদিতা’ গত ১৭ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পায়। রবিবার এর ফার্স্ট লুক প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে এটি। আর এর মধ্য দিয়ে হৃদিতা হয়ে সামনে আসলেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমার গান মুক্তি দেওয়া হবে ১ সেপ্টেম্বর।
গত ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন। ‘হৃদিতা’ নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।
এ ব্যাপারে ইস্পানী আজকালের খবরকে বলেন, যেহেতু ৭ অক্টোবর সিনেমাটি মুক্তি দেবো, তাই রবিবার এর ফার্স্ট লুক প্রকাশ করেছি। আমরা চাচ্ছি এক মাস হাতে সময় নিয়ে প্রচারণায় নামতে। অর্থাৎ ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে একটি গান রিলিজ দেবো। ওইদিন থেকে সিনেমার পুরোমাত্রায় প্রচারণা চলবে।
এদিকে ‘হৃদিতা’ নিয়ে পূজার ভাষ্য, “হৃদিতা” সিনেমার শুটিং করে কী যে শান্তি পেয়েছি, তা বলে বোঝানো যাবে না।”
এই নায়িকা আরও বলেন, ‘ধীরে ধীরে জেনে বুঝে পুরো কাজটি করেছি আমরা। আনিসুল হক স্যারের গল্প, গুণী পরিচালক, সহশিল্পী সব মিলিয়ে খুব চমৎকারভাবে আমরা হৃদিতা’র শুটিং করি। আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শক ভালো গল্প দেখার আনন্দ নিয়ে হল থেকে বের হবেন।’
আজকালের খবর/আতে