শিরোনাম: |
রাজধানীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
|
![]() মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আশফাক আহমেদ বলেন, বিকেলে এএসআই আজিজ মহাখালী ফ্লাইওভারের বনানী চেয়ারম্যানবাড়ির দিকে ঢালে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। সাড়ে ৪টার দিকে বিকাশ পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে বেপরোয়া গতিতে নেমে আজিজকে চাপা দেয়। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া জানান, বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আজিজের বাড়ি জয়পুরহাটে। আজকালের খবর/বিএস |