প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১২:৩৩ PM

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর শাহপরাণ এলাকা থেকে দিব্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দিব্য সরকার (২২) সিলেট নগরের কাজলশাহ ৫২ নম্বর বাসার রমনীকান্ত সরকারের ছেলে এবং মহানগর ছাত্রলীগ কর্মী।
এর আগে সোমবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মামলার অপর দুই আসামি রাব্বী ও এহসানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
উল্লেখ্য ,গত সোমবার (১ আগস্ট) রাতে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলার শিকার হন শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। এরপর জড়িতদের গ্রেপ্তারসহ চারদফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।
ঘটনার পর হামলায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা করে। দুটি মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত রাখা হয়।
আজকালের খবর/এসএইচ