শিরোনাম: |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩
নিজস্ব প্রতিবেদক
|
![]() বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে। ডিএমপি জানায়, আসামিদের কাছ থেকে ৪ হাজার ১১৪ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৬ লিটার ১৩ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি ১৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি। আজকালের খবর/এসএইচ |