শিরোনাম: |
ভারতের হিমাচলে বাস দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() স্থানীয় সময় সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকেহিমাচল প্রদেশের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে। কুল্লু জেলার প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। আজকালের খবর/এসএইচ |