শিরোনাম: |
নিজ ঘরে মা-ছেলের গলাকাটা লাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
![]() নিহতরা হলেন-ওই এলাকার মৃত নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কাকলীর স্বামী মারা যান। এরপর থেকে মা-ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে ঘরের দরজা খোলা থাকায় প্রতিবেশীরা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, রাতের কোনও এক সময়ে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আজকালের খবর/বিএস |