শিরোনাম: |
ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি
|
![]() সোমবার (২৭ জুন) রাত ১১টায় উপজেলার বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—আরিফ উল্ল্যাহ (৩১), দোস মোহাম্মদ (২৫), মোহাম্মদ তৈয়ব (৩৭), নুর মোহাম্মদ (৩৯), মোহাম্মদ জোবায়ের (২৩) ও সলিম উল্লাহ (৫৫)। ৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এলাকায় ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে অভিযান চালিয়ে ছয় রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি দা, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আজকালের খবর/এসএইচ |