শিরোনাম: |
ঈদুল আযহায় দীপ্ত টিভিতে পাচঁ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() আরো থাকছে ফয়সাল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা মিশন এক্সট্রিম। অভিনয় করেছেন আরেফিন শুভ, ঐশী, মিশা সওদাগর। মীর সাব্বিরের পরিচালনায় বাংলা সিনেমা রাত জাগা ফুল। অভিনয়ে মীর সাব্বির, ঐশী, ফজলুর রহমান বাবু। আশিকুর রহমানের পরিচালনায় বাংলা সিনেমা কিস্তিমাত। অভিনয় করেছেন আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর প্রমুখ। কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা বীর। অভিনয় করেছেন শাকিব খান, বুবলি, মিশা সওদাগর। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বাংলা সিনেমা তারকাটাঁ। অভিনয় করেছেন আরেফিন শুভ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম। দীপঙ্কর দীপনের পরিচালনায় বাংলা সিনেমা ঢাকা অ্যাটাক। অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি। ফাখরুল আরেফিন খানের পরিচালনায় বাংলা সিনেমা ভুবন মাঝি। অভিনয় করেছেন পরমব্রত, অপর্ণা ঘোষ। বদরুল আনাম সৌদের পরিচালনায় বাংলা সিনেমা গহীন বালুচর। অভিনয় সুবর্ণা মোস্তফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় বাংলা সিনেমা অবতার। অভিনয় মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর। আজকালের খবর/আতে |