শিরোনাম: |
সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক
|
![]() হাওরের সেনপুর এলাকা থেকে আশ্রয়স্থলে আসা একজন মধ্য বয়সী নারী ত্রাণ নেওয়ার সময় জানালেন, বাড়ি ঘর সব ডুবে গেছে। আগের দিন রাত থেকে কিছু খাওয়া হয়নি। গলাও শুকিয়ে গেছে। খাওয়ার পানিও পাচ্ছেন না। সিলেটের সুনামগঞ্জ, ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনুপর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে এমন অসহায় মানুষদের সঙ্গে কথা বলে ট্রলার করে রিমোট এলাকায় ত্রাণসহায়তা দেওয়ার চেষ্টা করছেন স্বপ্ন'র কর্মীরা। গত কিছুদিন ধরেই চলছে এমন কার্যক্রম। লক্ষ করলে দেখা যাবে স্বেচ্ছাসেবক টিমের শরীরে স্বপ্ন'র লগো সম্বলিত লাল রঙের টি শার্ট ও টুপিতে লেখা, ‘মানুষ বাঁচলে বাঁচবে স্বপ্ন’। ত্রাণ সহায়তার এই কাজে স্বপ্ন’র পক্ষ থেকে উপস্থিত আছেন স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, স্বপ্ন’র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব ইমপ্লয়ি ওয়েলফেয়ার ডা. সোহেল মঈনউদ্দিন শৈবাল, মিজানুর রহমান লিটন, জিএম, করপোরেট অ্যাফেয়ার্স, মুহাম্মদ তামিম খান, এজিএম, করপোরেট অ্যাফেয়ার্স, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব, স্বপ্ন’র রিজিওনাল ম্যানেজার অব অপারেশন আজিম উদ্দিন, স্বপ্ন’র কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড অডিট বিভাগের সিনিয়র ম্যানেজার মো. জাকির হোসেনসহ অনেকে। আজকালের খবর/আরইউ |