শিরোনাম: |
সিলেটে বন্যার্তদের পাশে বিসিবি
স্পোর্টস প্রতিবেদক
|
![]() রবিবার (১৯ জুন) মিরপুরে সাংবাদিকদের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার জন্য। এটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কীভাবে কী কাজ করলে হয়তো বা তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। বিসিবি পরিচালক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের তত্ত্ববধানে সহায়তা করছে বিসিবি। আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করছিলেন নাদের। এবার তার সঙ্গে যোগ দিচ্ছে বিসিবি। এ নিয়ে সুজন বলেন, ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে আমরা পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি হয়তো কিছু একটা আপনারা দেখতে পারবেন। সিলেটের স্থানীয় ক্রিকেটারদেরও সাহায্য করা হচ্ছে জানিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, সিলেটে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো, ইফেক্টের পর যেসব বিষয় আসবে সেসব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে তাদের পাশে থাকা যায়। আজকালের খবর/বিএস |