শিরোনাম: |
করোনাকাব্য ১
রায়হান উল্লাহ
|
মেঘ অনন্তের কালি মেখে বাতাসে করোনা বিলক্ষণ সময়ে স্বদেশে ভাঙছি গড়ছি মন্থরণ আবেশে আশাভোর রক্ষা সময়ের সাহসে চাঁদ ফুঁড়ে জ্যোৎস্না মরণ বিলাসে কথার দলন রোমন্থন পিয়াসে ফের যেন পাই চাঁদ ফল্গু হুতাসে কামনার ধ্বনি বাঙময় সকাশে রাউর ভব্য রণ চঞ্চুর তিয়াসে করোনা শেষে ব্যথার বন্ধু ফরাসে জীবনানন্দের থালা চাঁদ আকাশে বন্ধুর পথের শেষে বাংলাদেশে। আজকালের খবর/আরইউ |