শিরোনাম: |
ময়মনসিংহে বিদ্যুতের তার পড়ে ভ্যান চালকসহ দুজনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
|
![]() শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। তিনি নগরের পিতাচর ঈশ্বরদিয়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে আতিকুর বলেন, “ব্যাটারি চালিত ভ্যানের চালক একজন যাত্রীকে নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানের উপর পড়ে। “তখন ভ্যানটি উল্টে গিয়ে ভ্যানের যাত্রী তারে জড়িয়ে পড়েন। মিন্টু তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।” ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। আজকালের খবর/এসএইচ |