শিরোনাম: |
গাফ্ফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন
নিউজ ডেস্ক
|
![]() সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে বাংলা ভাষার বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কমিউনিটির নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ শরিক হন। জানাজার পূর্বে আবদুল গাফফার চৌধুরীর একমাত্র ছেলে অনুপম চৌধুরী তার পিতার জন্য সবার দোয়া কামনা করেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে এ রিপোর্ট লেখার সময় জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছিল আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে। এখানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ যুক্তরাজ্য আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। আজকালের খবর/বিএস |