শিরোনাম: |
গানে নিয়মিত হচ্ছেন সাবরিনা সাবা
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() সাবরিনা সাবা ফেরা প্রসঙ্গে সাবরিনা সাবা বলেন, আমি সরাসরি গানের অনুষ্ঠানে গাইতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ একজন শিল্পীর যোগ্যতা প্রমাণের আসল জায়গা সরাসরি গানের অনুষ্ঠানগুলো। লাইভে নিজের গাওয়া জনপ্রিয় কয়েকটি মৌলিক গান গাইবো। সেই সঙ্গে সিনেমা ও আধুনিক গান শোনাবো। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো কিছু সময় উপহার দিতে পারব। যোগ করে তিনি বলেন, সামনে বেশ কয়েকটি নতুন গান আসবে। এরই মধ্যে নিজের একক কিছু গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বছরের শেষ দিকে ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করব। এছাড়া আগামী ২৪ মে নতুন একটি ডুয়েট গানে কণ্ঠ দেব। আসছে ঈদেও নতুন গান প্রকাশ হবে। মাঝে সাবাকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় দেখা গেছে। মূলত শখের বসেই পরিচালনায় নাম লেখান বলে জানান তিনি। তবে আপাতত নির্মাণ নিয়ে ভাবছেন না তিনি। গানেই পুরোপুরি মনোযোগ রাখতে চান গায়িকা। এ প্রসঙ্গে সাবা বলেন, আমি পেশাদার একজন শিল্পী। তবে শখের বসে পরিচালনায় নাম লেখাই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার পর নাটকে অভিনয়ে প্রস্তাব পাই। ভালো গল্প ও চরিত্র পছন্দ হলে আগামী দিনে নাটকে দেখা যাবে। ‘মার্কস অলরাউন্ডার-২০১০’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। তারপর থেকে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। বিশেষ করে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘পৃথিবী অনেক বড়’ গান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে একক মৌলিক গান গান প্রকাশ করে আসছেন এই গায়িকা। গাওয়ার পাশাপাশি কথা-সুরও করেন তিনি। এ পর্যন্ত সাবরিনা সাবার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে শুধু গান নয়; উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা। বর্তমানে সাবা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ছেন। আজকালের খবর/আতে |