শিরোনাম: |
ঈশ্বরদীতে কৃষি প্রসেসিং জোন করা হবে: এমপি নূরুজ্জামান
ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী
|
![]() গত সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা উপস্থিত ছিলেন। এ সময় এমপি বলেন, ঈশ্বরদীতে লিচু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের ব্যাপারে আলোচনা চলছে। শহরে জানজট নিরসন ও রেলগেট পারাপারের জন্য ফ্লাইওভার নিমানের কাজ অচিরেই শুরু হবে। বন্ধ থাকা বিমানবন্দর চালুুর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, এটি চালুর উদ্যেগ নেওয়া হচ্ছে, ঈশ্বরদীতে আই সিটি পার্ক গড়ে তোলা হবে। তিনি বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই অঞ্চলে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে ও অর্থনীতি আমুল পরিবর্তন হবে। ভারি মালামাল আনার জন্য পাকশী এলাকায় নদী বন্দর স্থাপনের জন্য পরিকল্পনা রয়েছে। আমাদের ঐতিহ্য পাকশী হার্ডিঞ্জ ব্রিজের মেয়াদ শেষ হয়ে আসছে, সে কারণে একই আদলে আরেকটি রেল ব্রিজ নিমাণের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আলোচনা করেছি। দেশ খ্যাত ঈশ্বরদীর লিচুর সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দিতে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে ঈশ্বরদীতে লিচু মেলার আয়োজন করা হবে। সে মেলায় সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মতবিনিময় সভায় তিনি ঈশ্বরদী প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনের জন্য সাধারণ সভা আহ্বানের পরামর্শ দেন এবং সব ভেদাভেদ ভুলে ঈশ্বরদীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। একে |