শিরোনাম: |
মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
মানিকগঞ্জ প্রতিনিধি
|
![]() মঙ্গলবার (১৭ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জন বসাক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- ওমর হোসেন সাইফুল, আরিফুজ্জামান সজীব। যাবজ্জীবন পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত ও আজিম খান। এর মধ্যে সাইফুল, সজীব, সীমান্ত পলাতক। আসামিদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। মামলার এজাহারে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বানিয়াজুরী-ঢাকা মহাসড়কের কুসন্ডা এলাকায় ভাড়ায় প্রাইভেটকার চালায় জাহাঙ্গীর আলম। হত্যা করে লাশ ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। পুলিশ খবর পেয়ে মরদহে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ২৯ জানুয়ারি অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-৬ যশোর থেকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মো. ওমর হোসেন ও মো. আরিফুজ্জামানসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে। তাদের দেয়া স্বীকারোক্তির মাধ্যমে আরও একজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ছয়জনকে আসামি করে চাজর্শিট দাখিল করেন। আদালত ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর তিনজন আসমি উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আজকালের খবর/এসএইচ |