শিরোনাম: |
জাবির সালাম-বরকত হলের নতুন প্রভোস্ট সুকল্যাণ কুন্ডু
রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি
|
![]() সোমবার (১৬ মে ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে জানানো হয়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট আলী আজম তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং উপাচার্যের অনুমোদনক্রমে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকুমার কল্যাণ কুন্ডুকে উক্ত পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। দায়িত্বকালীন সময়ে তিনি প্রচলিত সুবিধাদি ভোগ করবেন বলে জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এ পদের জন্য যে যোগ্য মনে করেছেন সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। দায়িত্বের শুরুতে আমি হলের কর্মকর্তা- কর্মচারী এবং আবাসিক শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। হলের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এর আগে অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের দায়িত্ব পালন করেন। আজকালের খবর/বিএস |