শিরোনাম: |
তোমার শহরে বৃষ্টি হোক
রবিউল রতন
|
![]() তীব্র দাবদাহ মৃত্তিকায়, দেয়ালে, ইট-পাথরে ফুটে আছে অস্বস্তির দীর্ঘশ্বাস তুমুল বৃষ্টিতে ভিজে যাক আজ ভেতরে গোপন পোড়ামাটি ভেজা বাতাস আঙুল ছুঁয়ে যাক মুখে মুখে ফুটুক স্বস্তির ফুল বুকে গান হোক বাতাসের, ঢেউয়ের ঘামের কোলাজ কেটে পাতায় পাতায় নৃত্য হোক বাতাস বৃষ্টির। উঠোনে বাজুক বৃষ্টির নুপুর, বৃষ্টি জানালায় আঁকা হোক, কারো মুখের শৈল্পিক কারুকার্য। বৃষ্টি হোক অবিরাম, তোমার আঙুল ছুঁয়ে ছুঁয়ে। আজকালের খবর/আরইউ |