শিরোনাম: |
কথা ছিল, এই বর্ষায়
অলোক আচার্য
|
![]() যতই সে ভরা পূর্ণিমা হোক পৃথিবীর বুকে অপেক্ষারত থাকুক কোনো প্রেমিক-যুগল- মেঘের আঁধারে ঢেকে যাবে রাত থেমে যাবে রাত জাগা পাখির কোলাহল। কথা ছিল-এই শ্রাবণের ভিজে আকাশটা একান্তই আমার হবে- নিঃসঙ্গ সময় কেটে যাবে ঝরঝর বৃষ্টির রোমাণ্টিক সন্ধ্যায়। গভীর রাতে বৃষ্টির শব্দে আমার বুকের ভেতরটা শূন্য হবে ভেসে আসা কোনো অচেনা ব্যর্থ প্রেমিকের বিরহ বিলাপের সুরে। কথা ছিল ঠিক- এই বর্ষায় শেষ হবে নিরবতার আখ্যান নির্বাক চোখজোড়া খুঁজে পাবে না পাওয়া প্রশ্নের উত্তর। আজকালের খবর/আরইউ |