শিরোনাম: |
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
|
![]() শনিবার (১৪ মে) ভোর ৪টায় উপজেলার পুরাবাজার এলাকার ভাঙা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামের মো. জিসান (১৯) ও ফাহিম (১৬)। আহত জাহিদ হাসানের বাড়ি উপজেলার উত্তর চরমশুরা গ্রামেই। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সদর উপজেলার মুন্সীরহাটে তাদের এক বন্ধুর জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠান শেষ করে শনিবার ভোরে প্রাইভেটকারে সদর উপজেলার দিঘিরপাড় ফিরছিল জিসান, ফাহিম ও জাহিদ। এ সময় টঙ্গীবাড়ির পুরাবাজার এলাকায় নির্মাণাধীন সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে যায়। টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সয়েব জানান, এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে সদর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জাহিদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকালের খবর/এসএইচ |