শিরোনাম: |
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
রাঙ্গামাটি প্রতিনিধি
|
![]() বুধবার (১১ মে) রাতে উপজেলার সুবলং ইউনিয়নের দুর্গম শীলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ মে) বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে বিস্তারিত তথ্য জানা যাবে। সুবলং ইউনিয়নের চেয়ারম্যান তরুণ জ্যাতি চাকমা বলেন, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে লক্ষী কুমার চাকমা নামের এক ব্যক্তিকে শীলছড়ি গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি আমি সকালে জানতে পারি। সে গত ৬-৭ বছর আগে ইউপিডিএফের রাজনীতি ছেড়ে দেয়। এখন সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছে কি না তা আমার জানা নেই। আজকালের খবর/এসএইচ |