শিরোনাম: |
কোটালীপাড়ায় চাষিদের ধান কাটা শ্রমিক দিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কামরুল হাসান, কোটালীপাড়া
|
![]() আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে চাষীদের মধ্যে এসব শ্রমিক বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার নিটুল রায়। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ঘুর্নিঝড় অশনি আতঙ্কে দ্রুত জমির বোরোধান কাটতে গিয়ে শ্রমিক সংকটে পড়েছেন এ উপজেলার চাষিরা। এ অবস্থায় চাষিদের সংকট মেটাতে শ্রমিক সরবরাহের উদ্যোগ গ্রহন করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা থেকে ২৪ জন শ্রমিক সরবরাহ করে তাদের মধ্যে একটি করে গামছা বিতরণ ও যাতায়াতের ভাড়া পরিশোধ করেন। পরে আমতলী ইউনিয়নের চাষি মো. আলকাস ডাক কে ১৪ জন রাধাগঞ্জ ইউনিয়নের চাষী সুশান্ত দত্তকে ৬ জন ও পিনজুরি ইউনিয়নের চাষি সিরাজ সিকদারের মধ্যে চারজন করে শ্রমিক বিতরণ করা হয়। জমির মালিকরা এসব শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে জনপ্রতি ৮০০ টাকা করে পরিশোধ করবেন। উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান, চাষিদের শ্রমিক সংকট মেটাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। একে |