শিরোনাম: |
ক্র্যাব সদস্যদের আর্থিক সহায়তা দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
|
![]() বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ক্র্যাব মিলানায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্যদের হাতে চেক তুলে দেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। ক্র্যাব দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্র্যাবের সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলামসহ ক্র্যাবের সিনিয়র সদস্য ও প্রয়াত সদস্যদের পরিবারবর্গ।এসময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ণে নানা ভুমিকা পালন করছে। ইতোমধ্যে সাংবাদিকদের কল্যাণে কলাণ ট্রাষ্ট গঠন করেছে। যা সাংবাদকিদের প্রয়োজনে অনেক উপকারে আসছে। এরই ধারবাহিকতায় ক্র্যাবের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু সরকারের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের উন্নয়ণমূলক কর্মকাণ্ড সফল করতে সকলকে সহযোগিতার আহবান জানান। উল্লেখ্য, এর আগেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্র্যাব সদস্যদের আর্থিক সহায়তা করা হয়েছে। আজকালের খবর/বিএস |