প্রকাশ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১২:৩৪ পিএম

সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে পুত্রসন্তানকে হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
বাংলাদেশ সময় সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ মহাতারকা নিজেই এই দুঃসংবাদ জানান।
রোনালদো ও জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয়, ছেলেকে হারানোর কষ্টে তারা ‘বিধ্বস্ত।’
“খুব কষ্টের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে যে, আমাদের শিশু পুত্র আমাদের ছেড়ে চলে গেছে। এটা কতটা কষ্টের, তা কেবল মাত্র মা-বাবাই বুঝতে পারে।”
“একমাত্র শিশু কন্যাই আমাদের এই কঠিন মুহূর্তকে কিছু আশা ও আনন্দ দিয়ে মোকাবেলা করার শক্তি দিতে পারে।”
চিকিৎকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শোকার্ত রোনালদো ও জর্জিনা।
“বিশেষ যত্ন ও সমর্থনের জন্য আমরা সব চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই।”
বিবৃতির শেষে আরও একবার নিজেদের গভীর কষ্টের কথা উল্লেখ করে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষারও অনুরোধ করেছেন তারা।
গত অক্টোবরে যমজ সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছিলেন রোনালদো।
আজকালের খবর/এসএইচ