‘মফিজের সুন্দরী বউ’ নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন অহনা।
জিয়াউদ্দিন আলমের গল্প ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘মফিজের সুন্দরী বউ’ নামের একটি নাটক। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আশাজ যূবায়ের। এতে অহনার বিপরীতে অভিনয় করেছেন ফেরায় হ্যান্ডসামখ্যাত জাহের আলভী।
দু’জনের জুটিতে এটি প্রথম কাজ। এছাড়া আরো অভিনয় করেছেন তানভীর মাসুদ, প্রীতি আলভী, সাবিহা জামান, ওয়াসিম ইমদাদ, টাইগার মামুন, তাহসিন খায়ের রবিন, এ আর উজ্জল ও ইমরান হাসো প্রমুখ।
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, দীর্ঘ ৮ বছর পরে আবারো অহনাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করলাম। অহনা এবং জাহের আলভী মনোযোগ দিয়ে কাজটি করেছেন।
অহনা বলেন, জিয়াউদ্দিন আলম ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। নাটকে আমার চরিত্রটা রুঢ় কিন্তু সৎ। গল্প নিয়ে যখন কথা হয়েছিলো তখন চিত্রনাট্য ও চরিত্র ভালো লেগে যাওয়াতে আর না করিনি। আশা করছি, অনেক ভালো একটা কাজ হয়েছে।’
নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৮টায় আরটিভিতে এবং ২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।