প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৬:০৭ পিএম
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পর এর গণনা শেষ হয়। তাৎক্ষণিকভাবে প্রধান দুটি পদের ফলের খবরটি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।
কামাল বায়োজিদ বলেন, ‘বেশ কিছু কারণে ব্যালটের সমস্যা হয়েছিল। তাই আমরা ধীরে ও নিখুঁতভাবে গণনা করতে চেয়েছিলাম। এ কারণে একটু দেরি হলো।’
শনিবার (১৯ মার্চ) ২০২২–২৪ মেয়াদী টেলিপ্যাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষ হয় ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে। এরপর ফল জানানো হয়।
২১ মার্চ সকালে জানা যায় পূর্ণাঙ্গ ফল। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসিরের ভোট ১১৪টি। নিকটতম প্রার্থী সাজ্জাদ হোসেন দোদুল পেয়েছেন ৯৭ ভোট।
বিজয়ী অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু , কাজী সাইফুল। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আলমগীর।
এছাড়া শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন পেয়েছেন ১৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক পাল কে সি, দফতর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এস কে সানজিদ খান প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক অলোরা আফরিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম রেজাউল করিম সজল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া।
আজকালের খবর/আতে