শিরোনাম: |
‘মা জননী’ দিলারা জামানের স্নেহডোরে আরজু
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() দিলারা জামানের মাতৃস্নেহে আরজু গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর সঙ্গীত করেছেন আলামিন খান। আর এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী মনির খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। ![]() সন্তানের দুর্দশায় ভরসা যখন মা এমন দৃশ্যে দিলারা জামান ও কায়েস আরজু আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম তার সঙ্গে নানা দৃশ্যে শুটিং করতে গিয়ে। তার চোখে মুখে যে মায়া, যে আদর স্নেহ ভালোবাসা, তা যেন অভিনয় করার সুযোগে আরো বেশি পেয়েছি।’ আরজু আরও জানান, শিগগিরই ডিপি মিউজিক স্টেশন নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। আজকালের খবর/আতে |