শিরোনাম: |
কোটালীপাড়ায় জমি দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহত দুই
কামরুল হাসান, কোটালীপাড়া
|
![]() আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে মিলন মৃধা বাদী হয়ে সাতজনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সরেজমিনে গেলে মিলন মৃধা, শেফালী মৃধা ও প্রশান্ত মৃধা সাংবাদিকদের বলেন, আমরা গতকাল আমাদের সত্বদখলীয় জমিতে ইরি ধানের চারা রোপণ করতে থাকলে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ লক্ষীণ মৃধা, কমল মৃধা, লিটন মৃধা, নিখিল মৃধা, অনিমেশ মৃধা, অভিলাশ মৃধা ও প্রশান্ত মৃধা লোহার রড, দা-কাচি ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এ সময় মিলনের স্ত্রী নলীতা মৃধা ও শালা চৈতণ্য কড়াই গুরুতর আহত হয়। তারা বলেন আমরা এই জমির মালিক পৈত্রিকসূত্রে এসএ এবং বর্তমান বিআরএস রেকর্ড আমাদের নামে রয়েছে, আমরা এই জমি দীর্ঘ ৫০ বছর যাবৎ ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। এ ব্যাপারে নিখিল মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিতে চারা লাগানো নিয়ে ওদের মধ্যে একটু কথাকাটাকাটি হয়েছে, তবে আমি ঘটনাস্হলে ছিলাম না। আমি ঢাকায় চাকরি করি আজ বাড়িতে এসেছি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে। একে |