শিরোনাম: |
বাবিসাস সম্মাননা পাচ্ছেন তারা
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() আগামী ২২ জানুয়ারি, বিকাল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট- কেআইবি মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের মাঝে শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৯, ২০ ও ২১ তিন বছরের পুরস্কার প্রদান করা হবে। ২১তম বাবিসাস এ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক হলেন সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন। আজকালের খবর/আতে |