শিরোনাম: |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮
নিজস্ব প্রতিবেদক
|
![]() মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তিন হাজার ২০৫টি ইয়াবা বড়ি, ২৬ গ্রাম (২৫ পুরিয়া হেরোইন), ৬৮ কেজি ২৮২ গ্রাম (২০৫ পুরিয়া) গাঁজা ও দুই বোতল দেশি মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলে জানান তিনি। আজকালের খবর/বিএস |