শিরোনাম: |
জমকালো অনুষ্ঠানে মোহাম্মদ আফজালের ৮৬তম জন্মদিন পালিত
সুশান্ত ভৌমিক, রংপুর
|
৮৬তম জন্মদিন উদযাপন কমিটির আয়োজনে ছিল সম্মাননা ক্রেস্ট প্রদান, ফুলেল সংবর্ধনা, আলোচনা, সংগীত, প্রামাণ্য তথ্যবহুল অনুষ্ঠান চিত্র, কেক কাটাসহ ও তার স্মৃতিচারণ বক্তব্য প্রদান। মোহাম্মদ আফজালের ৮৬তম জন্মদিন উদযাপন কমিটির সদস্য কাজী মো. জুননুন মোশফেকা রাজ্জাক সঞ্চালনায় ও উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা, আওয়ামী লীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, তুষার কান্তি মণ্ডল, রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, আমজাদ হোসেন সরকার, নারী নেত্রী হাসনা চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান, মোহাম্মদ আফজালের ছোট বোন জাতীয় ক্রীড়াঙ্গনের নিবেদিতপ্রাণ কামরুন্নাহার ডানা, ভাই আরশাদ হারুন, কাজী মো. ইশা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মেও মিথিলা মিথ তাকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশাল আকৃতির কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে মোহাম্মদ আফজাল তার রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়। ১৯৩৭ সালের ১৫ জানুয়ারি রংপুর শহরের মুন্সিপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আফজাল। তার বাবা প্রয়াত আজফার হোসেন, মা আয়েশা খাতুন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আজকালের খবর/এএসএস |