সোমবার ৫ জুন ২০২৩
মেঘনা বাঁচাতে উদ্যোগ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ৭:৩২ PM

বুড়িগঙ্গার মতো করুণ পরিণতির হাত থেকে মেঘনা কে বাঁচাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা তারা বলেন, অবিলম্বে মেঘনা নদীর দখল দূষণ রোধ করতে না পারলে অল্প সময়ের মধ্যে মেঘনা নদীও বুড়িগঙ্গার মতো পরিণত হবে তাই অবিলম্বে সরকারসহ সংশ্লিষ্টদের মেঘনা নদী বাঁচানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (ইআরপিডিএফ) আয়োজিত এক মুক্ত আলোচনায় বক্তারা মন্তব্য করেন শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেমেঘনা নদীর দখলরোধ পাড় সংরক্ষণশীর্ষক অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান . মুজিবুর রহমান হাওলাদার

জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট সাজিদুর রহমান সরদার, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, বিআইডব্লিউটিএ মেঘনা পোর্ট পরিচালক মোবারক হোসেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব, বাংলাদেশ সুপ্রিম কোটের্র আইনজীবী অত্র ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট লায়ন এম মজিদ, অ্যাডভোকেট শিব্বির আহমদ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন

আলোচনা সভায় বক্তারা বলেন, মেঘনা নদীকে বুড়িগঙ্গা নদীর রূপে দেখতে না চাইলে এখনি মেঘনা নদী দখল দূষণ রোধে সকলের এগিয়ে আসা উচিত এছাড়াও মেঘনা নদী দখল, দূষণের তালিকায় সিটি গ্রুপ, ওরিয়েন গ্রুপ, আমান সিমেন্ট, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে

জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী মেঘনা গ্রুপ নদীর ৮৫ একর জমি দখল করেছে ক্ষমতার অপব্যবহার করে নদীর জমি সাধারণ মানুষের জমি দখল করে ভোগদখল করছে বক্তারা জানান, আনন্দ শিপইয়ার্ড নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের ১৩ একর জমি জবরদখল করে এবং সেই জমিতে থাকা সাত হাজার গাছ কেটে ফেলে এখনি নদী দথখল রোধ করতে না পারলে ভবিষ্যতে মেঘনার নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কষ্ট হবে বলে আলোচনা উঠে আসে মেঘনা গ্রুপসহ দখলদারী সকল শিল্পপ্রতিষ্ঠানকে উদ্দেশ করে পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, নদীর অধিকার নদীকে ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর সেই সাথে দেশের নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান

আজকালের খবর/এএসএস








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
এভাবে চলে যেতে নেই
নোয়াখালীতে একক আয়োজনে একসঙ্গে ১০ জুটির বিয়ে
নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft