শিরোনাম: |
৩০০ পর্বে ‘বউ শাশুড়ি’, যুক্ত হচ্ছেন শোভন
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() বউ শাশুড়ি ধারাবাহিকের একটি দৃশ্য শোভন বলেন, নাটকের গল্পটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আর আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। সচরাচর এ ধরনের চরিত্রে আমি অভিনয় করিনা। আমাকে মানুষ সহজ সরল কোমল চরিত্রে দেখতেই অভ্যস্ত। নাটকে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হয়ে আসছে নাটকটি। টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই। আজকালের খবর/আতে |