শিরোনাম: |
নির্বাচন করছেন না পরীমণি
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সদ্য মা হওয়ার গুঞ্জনে ভাসা এই নায়িকা। আর এটাকেই প্রাধান্য দিয়ে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করছেন। শনিবার গণমাধ্যমের কাছে এমনটাই নিশ্চিত করেছেন তিনি। কাঞ্চন-নিপুন প্যানেল থেকেও এর সত্যতা পাওয়া গেছে। পরীমণির দাবি, ‘ডাক্তারের পরামর্শ মোতাবেক পূর্ণবিশ্রামে থাকতে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়াবো।’ আজকালের খবর/আতে |