শিরোনাম: |
ম্যারাথন, যানজটে স্থবির ঢাকা
নিজস্ব প্রতিবেদক
|
![]() সোমবার (১০ জানুয়ারি) সকাল থেকে রামপুরা, মহাখালী, বাড্ডা লিংক রোড, মালিবাগ রেলক্রসিং, তেজগাঁও শিল্পাঞ্চল ও মগবাজার এলাকায় যানজট বেশি দেখা গেছে। এতে সকাল থেকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কর্মজীবী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো যানবাহন না পেয়ে অনেককে হেঁটে কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। শিক্ষার্থীদের হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায়। রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়েছেন কেউ কেউ। মূলত ম্যারাথনকে কেন্দ্র করে পুরো হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় এর আশপাশের সড়কগুলোতে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ম্যারাথনকে কেন্দ্র করে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি আরো বেড়েছে। সকালে বাড্ডা-গুলশান থেকে অনেকেই কারওয়ান বাজার, রামপুরা হয়ে গন্তব্যস্থলে পৌঁছুতে পারেননি। ভোগান্তির শিকার একজন জানান, সকালে বাসা থেকে বের হয়েছি। প্রতিদিন কাওরান বাজারে অফিস করার জন্য হাতিরঝিল ব্যবহার করেই অফিসে যাই। কিন্তু আজ হাতিরঝিল বন্ধ। এখন কোনও যানবাহন পাচ্ছি না। অফিসে পৌঁছাতে অনেক দেরি হবে। একইভাবে উল্টো দিকেও ভোগান্তিতে পড়েছেন কারওয়ান বাজার, রামপুরা থেকে গুলশান-বাড্ডায় আগত মানুষেরা। এদিকে মালিবাগ রেলক্রসিং থেকে গুলশান লিংক রোড পর্যন্ত একদিকের সড়ক বন্ধ থাকায় সেখানে যানজট সবচেয়ে বেশি। রামপুরা ইউলুপ ও এর নিচে কোনো গাড়ি নড়াচড়া করতে পারছে না। বিকল্প সড়ক ব্যবহারের কারণে প্রচণ্ড ট্রাফিক জ্যাম দেখা গেছে বিজয় সরণি হয়ে মহাখালী ও মগবাজারের দিকে চলাচলকারী সড়কে। গাড়িগুলোকে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দেখা যায় সেখানে। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো যানবাহন না পেয়ে হেঁটে কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। উল্লেখ্য, আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, ঢাকা ম্যারাথন সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিঝিলে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যানবাহন নিয়ে যারা যেতে চান, সেদিন তাদের মগবাজার, মৌচাক সড়ক দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। একইভাবে রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে চান বা পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের গুলশান বাড্ডা লিংক রোড এবং পুলিশ প্লাজা-শুটিং ক্লাবের মাঝের রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়। আজকালের খবর/বিএস |