শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫
‘প্রেম প্রীতির বন্ধন’র শুটিং সেটে আম গাছে জবা ফুল!
আহমেদ তেপান্তর
প্রকাশ: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৮:৩৯ পিএম
এফডিসির গেট দিয়ে ঢুকতেই খোলা জায়গায় বিশাল এক সেট। পোশাকি ছবির সেট হবে সেটা দেখেই অনুমান করা গেলো। খবর নিয়ে জানা গেল ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির জন্য সেট তৈরি হয়েছে। এতে রাধা-কৃষ্ণের চরিত্রে অপু বিশ^াস ও জয় চৌধুরীকে জুটি বাধতে দেখা গেছে। একটি গানের সিকোয়েন্সে তারা মিথলোজিক্যাল লুকে হাজির হবেন। 

মঙ্গলবার বিকালে এফডিসি দেখতে আসা কয়েকজন দর্শনার্থী ঘুরেফিরে দেখতে লাগলেন সেটটি। আরো কাছে এগিয়ে দাঁড়াতেই একজন আরেকজনকে বললেন- সোলেমান দেখতো এগুলো কি আম গাছের পাতা না? প্রশ্নের জবাবে বন্ধুটি ঘার নেড়ে সম্মতি জানালো। কিন্তু প্রথম বন্ধু আরো কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলো তাহলে আম গাছে কি জবা ফুল ফোটে? বন্ধুর পাল্টা প্রশ্ন- তুই বেশি কথা বলতাছস, দেখস না বটগাছের ডালেও ফুল ঝুলতাছে, এইটার কি জবাব দিবি। প্রথম বন্ধুটি বলল- এই জোরাতালির ছবি দর্শক দেখবো না, তারা দর্শকরে বোকা মনে করে- বলেই বাইরের দিকে হাঁটা দেয়। 

দুইজন দর্শনার্থীর এমন কথা প্রত্যক্ষ করে অফিস ফিরে ছবির নির্মাতা সোলায়মান আলী লেবুর মুঠোফোনে জানতে চাওয়া হয় ছবির সেট ডিজাইনার কে? প্রতিবেদকের প্রশ্নে আমতা আমতা করে জবাব দিতে ব্যর্থ নির্মাতা ফোন ধরিয়ে দেন কোরিওগ্রাফার এ কে আজাদকে! একই প্রশ্ন তাকে করলে অভিজ্ঞ আজাদ বলেন- ছবির সেট ডিজাইনার ফরিদ, তার সঙ্গে যোগাযোগ করুন। পরে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

খবর নিয়ে জানা গেছে, সেট ডিজাইনার বলতে কিছু নেই ছবিতে। পরিচালক নিজে চারপাশের টেকনিশিয়ানসদের মতামত নিয়ে সেট ডিজাইন করেছেন। এ নিয়ে জানতে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকালের খবরকে বলেন, সোলেমান আলী লেবু আমাদের সদস্য নন, তবে আবেদন করেছেন।

অপরদিকে ছবির অন্যতম চরিত্র জয় চৌধুরী তার পোস্টে কয়েকটি ছবি দিয়ে ছবির কুশলীদের নামও লিখে দেন। এতে কোথাও সেট ডিজাইনারের নাম উল্লেখ ছিলো না। 

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্মাতা ও  চলচ্চিত্র বোদ্ধা বলেন, অ্যারেজমেন্ট, সেট ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ আয়োজন ছাড়া উচিৎ হয়নি জোড়াতালি দিয়ে শুটিং করা। এখনকার দর্শকদের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাদের বোকা ভাবা ঠিক নয়। পরিচালক যদি ভাবেন যদু-মধু-কদুকে দিয়ে সেট ডিজাইনের কাজ চালিয়ে নিবেন তাহলে সমিতির উচিৎ হস্তক্ষেপ করা। কারণ দিন শেষে মানুষ পরিচালকের কাজ নিয়েই প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, অপু-জয় ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft