শিরোনাম: |
মঞ্চস্থ হয়েছে নাটক ‘কামান্না ট্রাজেডি’
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() শনিবার সন্ধ্যা ৭ টায় ঝিনাইদহ শৈলকূপায় কামান্না ২৭ শহীদ সমাধি প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নাটক ‘কামান্না ট্রাজেডি’। জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইদহ'র আয়োজনে, প্রশান্ত হালদারের রচনা এবং তানভীর নাহিদ খানের পরিকল্পনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইদহ রেপার্টরি নাট্যদলের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন। জেলা প্রশাসক জনাব মজিবর রহমানের সভাপতিত্বে অনলাইন মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকি, ঝিনাইদহ-১ সংসদ সদস্য মো. আব্দুল হাই এবং পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। নাটকটিতে সহকারী নির্দেশক ও ড্রামাতার্গ ছিলেন নাভেদ রহমান। অভিনয় করেন ঝিনাইদহ এবং শৈলকুপার সংস্কৃতিকর্মীরা। আজকালের খবর/আতে |