শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
কুমিল্লা পূজামণ্ডপের গদা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৩:১৬ PM
কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপ থেকে খোয়া যাওয়া সেই গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে নগরীর দারোগাবাড়ি মাজারসংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতার ইকবালের দেওয়া তথ্যের ভিত্তিতে গদাটি উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।

গত শনিবার পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা এবং মূর্তির হাতের গদা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করে ইকবাল। 

এদিকে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দায়ের করার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার পুলিশ সদর দপ্তর মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

রাত ১০টার দিকে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

প্রসঙ্গত, এ মামলায় ইকবাল হোসেনসহ চারজন শনিবার থেকে ৭ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। ১৩ অক্টোবর কোতয়ালী মডেল থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননা করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলাটি করেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft