মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫
‘গরুর গলার বদলে আমার হাতে ছুরি চালান হুজুর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জুলাই, ২০২১, ৭:৪০ পিএম
কোরবানির গরু জবাই করার সময় রাজধানীতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। অনেকের হাতের রগও কেটে গেছে। গরুর মাংস কাটতে গিয়ে কারোর হাতের আঙুল কেটে গেছে। ছুরি ফসকে অনেকের আবার পা কেটে গেছে। আহতদের অধিকাংশরাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাসেবা নিয়েছেন।
আজ বুধবার (২১ জুলাই) গরু জবাই করার সময় হুজুরকে সহায়তা করতে গিয়ে হাত ফসকে রগ কেটে গেছে রাজধানীর মহাখালী এলাকার সোহেল মাহমুদ নামে এক তরুণের। এখন ওই তরুণ পঙ্গু হাসপাতালের অপারেশন থিয়েটারে। দ্রুত অপারেশন করতে হবে, তা নাহলে তার হাত কবজি থেকে কেটে ফেলতে হবে। আহত সোহেল বলেন, ‘গরু ধরতে গিয়েছিলাম। গরু হঠাৎ মাথা নাড়া দিয়ে উঠে। এ সময় হুজুর গরু গলা কাটার বদলে আমার হাতে ছুরি চালিয়ে দিয়েছেন। এতে আমার হাতের রগ কেটে গেছে। এখন অপারেশন করতে হবে।’
নিটোরের অপারেশন থিয়েটারের সামনে হাত নিয়ে কাতরাচ্ছেন বশির আহমেদ। তিনি খিলগাঁও এলাকা থেকে এসেছেন। মাংস কাটতে গিয়ে তার হাতের আঙুলে কোপ মেরেছেন তিনি। প্রথমে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন। পরে হাতের রগ কেটে যাওয়ার কারণে তাকে ঢামেক হাসপাতাল থেকে নিটোরে পাঠানো হয়েছে।
বশির আহমেদ বলেন, প্রতিবছর নিজের কোরবানির গরু নিজেই প্রস্তুত করি। কখনও এমনটা হয়নি। এবার মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত নিজের হাতে কোপ মেরেছি।
মোহাম্মদপুর বসিলা এলাকার সাইমম সুমন গরু ধরতে গিয়ে হুজুর অসাবধানতাবশত তার হাতে ছুরি চালিয়ে দিয়েছেন। এতে তার তিনটা আঙুল জখম হয়েছে। ঘটনাস্থলে একটা আঙুল পড়ে গেছে। বাকি দুটি আঙুলের ৮০ শতাংশ কেটে গেছে। কোনোভাবে চামড়ার সঙ্গে আঙুল ঝুলে আছে।
সুমনের বড় ভাই কবির আহমেদ বলেন, জবাই করার সময় গরু হঠাৎ জোরালো ঝাঁকি মারে। এ সময় হুজুর  ঝোঁক সামাল দিতে পারেননি। মাদ্রাসার বাচ্চা পোলাপান হাতের ওপরে ছুরি চালিয়ে দিয়েছেন।
অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছেন বাড্ডা নতুনবাজার এলাকার বাসিন্দা মইন উদ্দিন। কোরবানির গরুর চামড়া প্রস্তুত করার সময় ছুরি ফসকে হাতের রগ কেটে গেছে তার।
সরেজমিন ঘুরে দেখো গেছে, সকাল ৮টা থেকে নিটোরে রোগী আসতে শুরু করে। অনেকের হাতের রগ কেটে গেছে। অনেকের অপারেশন করতে হচ্ছে। কেউ আবার ভর্তি থাকছেন হাসপাতালে।
এ বিষয়ে নিটোরের রেসিডেন্ট চিকিৎসক ডা. তপন দেবনাথ বলেন, সকাল থেকে অসংখ্যা রোগীর অপারেশন করতে হচ্ছে।  এদের মধ্যেই অধিকাংশ মৌসুমি কসাই। ছুরি ফসকে অধিকাংশের হাতের রগ কেটে গেছে। অনেকের হাতের আঙুল কেটে ফেলতে হচ্ছে। অনেক রোগীকে আবার ভর্তি করতে হচ্ছে, কারণ রগ কাটলে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয়।
আজকালের খবর/টিআর








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft