শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
কক্সবাজারে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১
তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৯ জুন, ২০২১, ৭:৪১ PM
কক্সবাজারের টেকনাফে অবৈধ ৫৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে চার লাখ টাকা ও ৩২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় রামুর র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

উইং কমান্ডার জানান, টেকনাফের দক্ষিণ ডেইল পাড়ায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাবের একটি চৌকস দল সেখানকার মঞ্জুর আহাম্মদের দোকানের সামনে পৌঁছলে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

এসময় আসামির সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ তল্লাশি করে অবৈধ ৫৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে চার লাখ টাকা ও ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই আসামি দীর্ঘদিন টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্বর্ণের ব্যবসাসহ ইয়াবা ট্যাবেলট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন।

উইং কমান্ডার আরো জানান, আটক নুরুল আলমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/এএইস








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft